১৯৯১ এর উপসাগরীয় যুদ্ধের প্রথম দিনে অর্থাত্ ১৭ জানুয়ারিতে,সর্বপ্রথম যেই এয়ার-এয়ার লড়াই সংঘঠিত হয়,তা ছিল USAF এর ২ টি F-15 এবং IRAF এর ২ টি MIG-29 এর মাঝে।যুদ্ধের প্রথমেই ধাক্কা খায় ইরাকি বাহিনী।ঐ লড়াইয়ে তাদের ২ টি MIG-29 ই আমেরিকান F-15 এর কাছে ধ্বংস হয়ে যায়।ঐ দিন রাতে অন্য একটি লড়াইয়ে একটি F-15 ২ টি ইরাকি MIRAGE-I যুদ্ধবিমান ভূপাতিত করে ডগফাইটে।আর তার উইংম্যানও একটা MIRAGE-I কে ধ্বংস করতে সক্ষম হয়।অর্থাত্ ঐ মিশনে মোট ৩ টা বিমান হারায় ইরাকি এয়ারফোর্স।তখনো পর্যন্ত একটাও মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে পারেনি ইরাকি ফাইটারজেটগুলো।
ঐরাতেই আবার অন্যদিকে ২ টি F/A-18 বাগদাদের বাইরে দিয়ে উড়ছিল।এরা এয়ারক্রাফট ক্যারিয়ার USS Saratoga থেকে এসেছিল।২ টি ইরাকি MIG-25 এদেরকে ইন্টারসেপ্ট করে এবং একটি F/A-18 কে BVR ইঙ্গেজমেন্টের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয়।
মানে বোঝা গেল যে,প্রথম আমেরিকান ফাইটারজেট ধ্বংস করতে গিয়ে ইরাকের ৫ টি ফাইটার জেট ইতোমধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল।
আর যুদ্ধের প্রথম ৪৮ ঘন্টায় ইরাক সর্বমোট ৯ টি যুদ্ধবিমান (২ টি দুর্ঘটনায় ক্র্যাশ করে) হারায়।বিপরীতে মাত্র ১ টি যুদ্ধবিমান হারায় USA.

No comments:
Post a Comment