Thursday, 26 May 2016

তেজু ভাইয়ার নেভাল ভার্সানের প্রোটোটাইপ NP-2

আমাদের তেজু ভাইয়ার নেভাল ভার্সানের প্রোটোটাইপ NP-2 গোয়ার আইএনএস হংসা থেকে তার প্রথম "মুন লাইট মিশন" সফলভাবে সম্পন্ন করেছে। ২১ তারিখে মাঝরাতে পূর্ণিমার চাঁদের আলোয় সাধারন রানওয়ে থেকে তেজস কে উড়ানো হয় এবং পরের দিন অর্থাৎ ২২শে মে, সর্ট বেস টেস্ট ফ্যাসিলিটি থেকে নেভাল লাইট কম্বাট এয়ারক্রাফট টির সফল উড়ান সম্পূর্ন করা হয়েছে।

No comments: