Wednesday, 25 May 2016

F 15 2040C

এফ ১৫ ২০৪০সি যুগান্তকারী এফ ১৫সি এর ভবিষৎতের আপগ্রেড ভার্সন। ২০৪০ সালের দিকে এই ভার্সন সার্ভিসে দেখা যেতে পারে।বোয়িং এর প্রস্তুতকারক হবে।সেই সময়ের হুমকির কথা মাথা রেখেই এই ভার্সনটি তৈরি করা হবে।যেমন এর অস্ত্রের পরিমান দ্বিগুন করা হবে। বর্তমানে ৮টি এয়ার টু এয়ার মিসাইল থাকে সেই সময় ১৬টি থাকবে!!এই জন্য একে মিসাইল ট্রাক বলা হচ্ছে। সেই সাথে থাকবে AESA রাডার,ইনফ্রারেডসার্চিং,ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট,কনফরমাল ফুয়েল ট্যাংঙ্ক যা এই ভার্সনের রেঞ্জ,ফায়ার পাওয়ার এবং টিকে থাকার ক্ষমতা বৃদ্ধি পাবে। ৭৫০টি এফ ২২ এর জায়গায় ১৮৭টি এফ ২২ রয়েছে মার্কিন বিমান বাহিনীর নিকট।তো এই গ্যাপটা বোয়িং এফ ১৫এর এই ভার্সন দিয়ে পূরন করতে চাচ্ছে। এখানে কিছু বলি রাখি তা হল বোয়িং এর এই ভার্সন নিঃসন্দেহে সেরা।কিন্তু মার্কিন বিমান বাহিনী আদৌ নিবে কি না সন্দেহ।কারন তারা স্টিলথ বিমান ছাড়া কিছুই বুঝে না।তারপরও আবার এফ ২২ প্রডাক্টশন লাইন চালু করা নিয়ে আলাপ আলোচনা চলছে।সেই পরিস্থিতিতে এই বিমানের ভবিষৎত অতটা পরিষ্কার না।

No comments: