সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর নতুন কিছু রাষ্ট্রের সৃষ্টি হয়।এরমধ্যে একটি রাষ্ট্র হল মোলদোবা।তো পূর্বে সোভিয়েতের অন্তর্ভুক্ত থাকায় তাদের অস্ত্রভান্ডারে সোভিয়েতের অস্ত্র ছিল।যেমন তাদের নিকট ছিল ৩৪টা মিগ ২৯,৮টি এমআই ৮ কপ্টার এবং কিছু পরিবহন বিমান।
এই দেশটির তেমন সামর্থ্য ছিল না এতো অস্ত্র রক্ষনাবেক্ষনের।এমন সময় অর্থনীতিতে মন্দাভাব দেখা দেয়।তাই মোলদবার নিকট এই সব অস্ত্র বিক্রয় করে দেওয়া ছাড়া আর কোন উপায় ছিল।ঠিক তখন আমেরিকা দেখল বিক্রয় করলে তার ক্রেতা দেশ হবে ইরান!! যেটা আমেরিকা কোনভাবেই মানবে না।
১৯৯৭ সালে আমেরিকা ২১টি মিগ ২৯ কিনে নেয় দেশটি হতে। যা সি ১৭এ করে আমেরিকায় নিয়ে আসে।এরপর আমেরিকা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে যা করার করে ফেলে।
এর আগে আমি বেশ কয়েকবার বলেছি যতই রাশিয়ান ভক্ত হন না কেন আপনি।এটা স্বীকার করতে হবে আমেরিকা রাশিয়া থেকে অনেক উন্নতমানের ফাইটার জেট তৈরি করে।আরো সোজাভাবে বললে রাশিয়া আমেরিকার সাথে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে।তবে আমেরিকা কিন্তু নিজের মেধায় এতো দূর আসে নি!!
বিভিন্ন সময়ে আমেরিকা সোভিয়েতের বিমান চুরি বা অন্য দেশ থেকে কিনে নিয়েছে।যেমন মিগ ২৫,সু ২৭,মিগ ২১, মিগ ২৯ এই সকল বিমান আমেরিকা চুরি বা কিনে নিয়েছে। পরবর্তীতে গবেষনা করে আজ এই অবস্থায় এসেছে।কিন্তু আমেরিকা যদি এই রকম সুযোগ না পেত তাহলে আজ ইতিহাসটা অন্যরকম হতে পারত।

No comments:
Post a Comment