¤¤¤ ছবিতে যে ফাইটার টিকে দেখছেন, এটা দেখে আপনার মনে হতে পারে , তেজাস এর কোনও ভেরিয়েন্ট ।না , আসলে এটি ছিল,ভারতের পঞ্চম প্রজন্মের ফাইটার AMCA এর প্রথম দিকের মডেল ।এটিতে কোন ভার্টিক্যাল স্টাবিলাইজার ছিল না , অর্থাত্ লেজ টি গায়েব ছিল ।এর মডেলে দুই শক্তিশালী TVC ইঞ্জিন ছিল,যেটি একে বিভিন্ন ভাবে গতিপথ পরিবর্তন করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছিল।তবে এর ডিজাইনে কিছু খামতি থাকায়,এই মডেল রিজেক্ট লিস্টে পড়ে যায় ।

No comments:
Post a Comment