ডেড হ্যান্ড
সোভিয়েতের অত্যন্ত ভয়ংকর এক স্বয়ংক্রিয় ব্যবস্থা।মনে করেন হঠাৎ করে আমেরিকা আর ন্যাটো মিলে পারমানবিক হামলা শুরু করে দিল সোভিয়েতের উপর।আর তাদের প্রথম হামলায় রাশিয়ার শীর্ষস্থানীয় সকল নেতাই মারা গেল। কেউ বেঁচে নেয় পারমানবিক হামলার কমান্ড দেওয়ার মত।কি হতো তখন??
আর সেই কথা মাথায় রেখে সোভিয়েত এই রকম এক ভয়ংকর ব্যবস্থা তৈরি করে।এটি আসলে একটি সম্পূর্ন স্বয়ংক্রিয় ব্যবস্থা।এই ব্যবস্থা প্রথমে চালু করতে হবে।তো চালু করার পর এই ব্যবস্থা দেখবে যোগাযোগ লাইন চালু আছে কি না যার মাধ্যমে বুঝা যাবে কোন সামরিক বাহিনীর দায়িত্বশীল ব্যক্তি আদৌ বেঁচে আছে কি।
যদি দেখে যে কোন ব্যক্তি বেঁচে নেই।তখন এটি বিভিন্ন সেন্সর থেকে তথ্য সংগ্রহ করবে।বিভিন্ন স্থানে স্থাপিত সেন্সর আশেপাশের পরিবেশের উপর রেডিয়েশন, তাপমাত্রা এবং আলোর তীব্রতা পরিমাপ করবে।যখন দেখবে এই সকল কিছুই অতি অস্বাভাবিক। তখন এই ব্যবস্থা বুঝে যাবে সোভিয়েতে পারমানবিক হামলা হয়েছে এবং কোন লিডার বেঁচে নেই। এরপর এই ব্যবস্থা সারা সোভিয়েত জুড়ে যত ব্যালিষ্টিক মিসাইল আছে সেখানে কমান্ড পাঠিয়ে দিবে এবং স্বয়ংক্রিয়ভাবেইসকল মিসাইল হামলাকারী দেশের দিকে উড়ে যাবে।আর এই পুরো ব্যবস্থায় কোন মানুষের দরকার হচ্ছে না!! সম্পূর্ন স্বয়ংক্রিয় ব্যবস্থা।প্রতিপক্ষের ধ্বংস নিশ্চিত করার জন্য সোভিয়েত এই ব্যবস্থা গড়ে তুলেছে।অবাক করা ব্যাপার হলে এই ব্যবস্থা রাশিয়ায় এখনো চালু আছে বলে বিশ্বাস করা হয়।

No comments:
Post a Comment