Monday, 30 May 2016

সামনের মাসে আবার ISRO ধামাকা হতে চলেছে

¤¤¤ সামনের মাসে আবার ISRO ধামাকা হতে চলেছে ।ISRO একসাথে রেকর্ড সংখ্যাক 22 টি স্যাটেলাইট একসাথে মহাকাশে প্রেরন করতে চলেছে।22 টি স্যাটেলাইটের মধ্য ভারতের একটি CARTOSAT-2C থাকবে ,এবং বাকি 21 টি বিদেশীদের ( আমেরিকা,কানাডা,জার্মানী এবং ইন্দোনেশিয়া ) স্যাটেলাইট থাকবে ।ISRO এর আগে একসাথে সর্বোচ্চ 10 টি স্যাটেলাইট পাঠিয়েছে ,বর্তমানে একসাথে সবচেয়ে বেশি স্যাটেলাইট পাঠিয়েছে NASA ,এক সাথে 29 টি।

No comments: