বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে মায়ানমারের সামরিক হেলিকপ্টার
.
বুধবার দুপুরে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই হেলিকপ্টারটি বান্দরবানের সাঙ্গু রিজার্ভের দুর্গম বুলুপাড়া সীমান্তে বিজিবি ক্যাম্পের উপর দিয়ে উড়ে যায়।
.
বান্দরবান সেক্টরের আওতাধীন বিজিবির আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হোসাইন রেজা জানান, দুপুরে সাংঙ্গু রিজার্ভে নতুন স্থাপিত বুলু পাড়া পানঝিড়ি এলাকার উপর দিয়ে মায়ানমারের একটি জলপাই রঙের হেলিকপ্টার ৪টি বিজিবি ক্যাম্পের উপর দিয়ে উড়ে যায়। এটি মিয়ানমার সামরিক বাহিনীর এমআই ১৭ হেলিকপ্টার বলে ধারণা করা হচ্ছে।
.
তিনি আরো জানান, আকাশ সীমা লঙ্ঘনের কারণে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের পক্ষ হতে দুপুরে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর কাছে কড়া ভাষায় এর প্রতিবাদ জানানো হয়েছে।
.
বিঃদ্রঃ - আচ্ছা এটা কি স্টিলথ হেলিকপ্টার নাকি? (PT-6 এর মতো?)

No comments:
Post a Comment