Tuesday, 24 May 2016

বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গীকার্য কলাপ গুলিতে চিন্তিত ভারত ও আমেরিকা

¤¤¤ এবার বাংলাদেশে ঘটে যাওয়া জঙ্গীকার্য কলাপ গুলিতে চিন্তিত ভারত ও আমেরিকা, তাই এই মূহুর্তে দুই দেশই বলেছে ,যে কোন ভাবে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে।সাম্প্রতিককিছু সময়ের মধ্যই বাংলাদশে একই পদ্ধতিতে খুন হয় মুক্তমনা লেখক , ব্লগার ,প্রফেসর ,পুরোহিত,সমকামীআন্দোলন কারী,বিদেশী এবং সংখ্যা লঘুরা।বাংলাদেশের কতিপয় উগ্র মানসিকতা পূর্ন মৌল জঙ্গী বাদিদের কাজ এগুলি।এদের বেশির ভাগ খুনের ঘটনাতে ,কুখ্যাত জঙ্গী সংগঠন ISIS তার দায় ভার গ্রহন করেছে। যদিও বাংলাদেশের বর্তমান আওমলীগ সরকার এতে বাইরের কার্যকলাপ মানতে নারাজ ,তাদের মতে এটি বিরোধী দল BNP এবং জামাতের অতি নিকৃস্ট কাজ ।এ ব্যাপারে দিল্লী ঢাকারর সাথে একমত হলেও ,ওয়াশিংটন এতে ISIS হাত দেখেছে ,অন্তত তাদের নজরদারী তাই বলছে। ¤¤¤ বাংলাদেশের সাথে জঙ্গী বিরোধী কাজ চালাতে রাজী হয়েছে তিন দেশই ।আর এর জন্য ঢাকাতে একটি বৈঠকে ভারতের বিদেশসচিব এস জয়শংকর ,বাংলাদেশের বিদেশমন্ত্রী শাহীদূল হক এবং আমেরিকার বাংলাদেশে কনসুল্যাট প্রধান মাসিয়া ব্যনিকেট এর মধ্য সাক্ষাত হয় ।এবং তারা একসাথে জঙ্গী বিরোধী কার্যকলাপ ও পারস্পরিক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

No comments: