অবশেষে প্রকাশিত হল সেই সব , ভাগ্যবান দেশ গুলির নাম ,যারা কিনা পৃথিবীর ভয়ংকর তম ক্রুজ মিসাইল ব্রামোস পেতে চলেছে।ভিয়েতনাম,UAE , সাউদ আফ্রীকা এবং চিলী হতে যাচ্ছে ব্রামোসের প্রথম বিদেশী ব্যাবহারকারী দেশ ।এই সব দেশ গুলির সাথে কথাবর্তা প্রায় শেষ , ডিফেন্স মিনিস্টার মনোহর পরিকর ,আসিয়ান সামিটে ভিয়েতনামে গিয়ে চুক্তি ফাইনাল করে আসবেন এবং UAE এর সাথে ফাইনাল হবে এবছরে শেষের দিকে ।ভারত এবং রাশিয়ার উচ্চমহল থেকে ,গ্রীন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে।তাছাড়া বর্তমানে ফিলিপিন্স,সাউদ কোরিয়া,আলজেরিয়া,গ্রীস,মালয়শিয়া,থাইল্যান্ড,মিশর,সিংগাপুর,ভেনেজুয়েলা এবং বুলগেরিয়ার সাথে ব্রামোসের ব্যাপারে কথাবার্তা হচ্ছে ।

No comments:
Post a Comment