সুপারসনিক ক্রুজ মিসাইল ‘ব্রহ্মসে’র নবতম সংস্করণটি সফলভাবে পরীক্ষিত হল৷ শুক্রবার বেলা ১২টায় পোখরান থেকে ভারতীয় বিমানবাহিনীর তরফে এই নতুন মিসাইলের পরীক্ষা চালানো হয়৷ ব্রহ্মসই হল এখনও পর্যন্ত জাহাজ-বিধ্বংসী সব চাইতে দ্রুতগামী ও অত্যাধুনিক স্বল্পপাল্লার মিসাইল, যা ভারত ও রাশিয়া একত্রে তৈরি করেছে৷
বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘ব্রহ্মসে’র এই নবতম সংস্করণটির পাল্লা ২৯০ কিমি৷ ভূপৃষ্ঠের ১০ মিটার থেকে শুরু, তার পর ধাপে ধাপে ১৫ কিলোমিটার উচ্চতা থেকেও এই ক্ষেপণাস্ত্র ঈপ্সিত লক্ষ্যবস্তুতে ছোঁড়া সম্ভব৷ এছাড়া সমুদ্রের ৪০-৫০ মিটার গভীরতায় কোনও সাবমেরিন থেকেও এটি আঘাত হানতে সমর্থ৷ ২০১৩ সালেই জলতল থেকে প্রথম ব্রহ্মসের পরীক্ষা সফল হয়েছিল৷তখনও ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মাথার উপর ছিল এপিজে আবদুল কালামের আশীর্বাদ৷এবার সেই প্রেরণাকে পাথেয় করে ভারতের বিমান বাহিনী সুখোই-থার্টি এমকেআই যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য কোমর বাঁধছে
সূত্র : Kolkata 24 * 7

No comments:
Post a Comment