এক কঠোর ও বেদনাময় ইতিহাস
২০০৫ সালে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে বিমানবাহিনী ও নৌবাহিনী নিজেদের পুরাতন জাগুয়ার বোম্বার ফ্লিট রিপ্লেস করার আর্জি জানায়। সেই সময় রাশিয়া তাদের নতুন ট্যাকটিকাল বোম্বার সু-৩৪ ভারত কে অফার করে। বিমান ও নৌবাহিনী ২০০টি সু-৩৪ কিনতে চায়। এর মধ্যে ১২০টি বিমান ও ৮০টি নৌবাহিনীর জন্য স্থির হয়। তারপর শুরু হয় তৎকালীন সরকারের গাফিলতি। রাশিয়া ভারত কে বহুবার বলে ডিলটি চূড়ান্ত করতে কিন্তু সরকার তাতে কান দেয় না। ফলে রাশিয়া ডিল টি ক্যন্সেল ঘোষনা করে। ভারতের হাত ছাড়া হয় এক সুবর্ন সুযোগ। কংগ্রেস সরকার যদি সেই সময় গাফিলতি না দেখাতো তাহলে ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনী আজ অন্যরকম হত।

No comments:
Post a Comment