Topol_M_Ballistic_Missile:
SS-27 বা টপল-এম হল রাশিয়ার তৈরী একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল(ICBM)। এটি বিশ্বের প্রথম সারির ১০টি মিসাইলের মধ্যে অন্যতম। নিশ্চয় বুঝতে পারছেন এর ধ্বংস ক্ষমতা কিরকম। এই মিসাইলকে রাডারে ডিটেক্ট করা এককথায় অসম্ভব। এটি ৮০০ কিলোটনের সিঙ্গেল নিউক্লিয়ার ওয়ারহেড বহন করে। এর ডিজাইন করেছেমস্কো ইন্সটিটিউট অফ থার্মাল টেকনোলজি। এই মিসাইলটি অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং এর গতি শব্দের গতির প্রায় ২২গুণ। বর্তমানে রাশিয়ার কাছে ৩৮০ টির মত টপল-এম রয়েছে। তার মধ্যে ২৬০টির মত সার্ভিসে আছে এবং বাকি গুলো রিজার্ভে। তার মধ্যে ১৫০টি সাইলো বেস, ১০৮টি মোবাইল লঞ্চার ভার্সন এবং বাকি গুলো সাবমেরিন লঞ্চড ভার্সনবিবরন:ভর :৪৭,২০০ কেজিউচ্চতা : ৭৪.৪৭ ফিটঅপারেশনাল রেন্জ: ১১,০০০ কি.মিগতি: ম্যাক ২২ (২৬২০০ কি.মি)ব্যাবহারকারী: রাশিয়ান স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেসএই আইসিবিএম এর সুবিধা হলো এটি সাইলো ,সাবমেরিন এবং মোবাইল ভার্সন আছে । তবে সাইলো বেজ ভার্সনই সবচেয়ে বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন

No comments:
Post a Comment