Sunday, 22 May 2016

রুস রাষ্ট্রপতি ভ্লাদ্মির পুতিন

রুস রাষ্ট্রপতি ভ্লাদ্মির পুতিনের মতবাদ অবিশাসকর হতে পারে কিন্তু ফলপ্রসূও বটে। স্তালিনের গর্ব ও সেই জামানায় রাশিয়ার আতঙ্ক এন-কে-ভি-দির পুলিশ বাহিনীর মতো সশস্ত্র সেনাবাহিনী পুতিন তৈরি করে ফেলেছে। এবার এই বাহিনী হবে দুনিয়ার অতঙ্কবাদিদের দুঃস্বপ্ন। যে যেখানেই থাকুক না কেন একবার ধরা পড়লে আর নিস্তার নেই। ভারতে যত উমার খালিদ আছে তাঁদের জন্য এই বাহিনী উপযুক্ত জবাব। অ্যাডমিনঃ নিশিজিবি http://www.express.co.uk/news/world/671966/Vladimir-Putin-creating-SUPER-ARMY-tackle-terrorism-Russia

No comments: