Monday, 23 May 2016

Splatter Mask

Splatter Mask প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃতএই মাস্কটি,ট্যাংঙ্কের ক্রু দের জন্য বিশেষ ভাবে তৈরি।যা একাধারে চোখ এবং মুখোমন্ডল'কে আবৃত করে রাখে।ট্যাংঙ্কেরক্রু দের অনেক সময় ভিউয়ারে চোখ রেখে বাহিরে পর্যবেক্ষন করতে হয় যা ঝূঁকিপূর্ন,কারনসে যুগের ট্যাংঙ্কের ভিউয়ার গুলো ততটা অাধুনিক ছিলনা।ফলে ভিউয়ারে চোখ রাখতে গিয়ে অনেকে shrapnel( তীক্ষ্ণ বস্তু বিশেষ) দ্বাড়া আহত হত।তো ক্রুদের নিরাপত্তার জন্য সে-সময়ে এই মাস্ক ব্যবহার করা হত যেন ক্রু রা ইনকামিং হতে তাদের মুখ ও চোখকে বাঁচাতে পারে।এর উপরের দিকটা ধাতব আলয় দিয়ে তৈরি যেটা চোখ কে বেষ্টন করে রাখে এবং এবং মুখের অংশটা ধাতব শিকলের তৈরি। এবং মুখের সাথে ভেতরের দিকে আটকানোর জন্য চামড়া ব্যবহার করা হয়েছে। লেখকঃঅমৃত কুমার দাস। ডিফেন্স অ্যানালাইজার। সাহেব বাজার,রাজশাহী।

No comments: