১৯৮০ সালের দিকে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রজন্মের বিমানের অভাব উপলব্ধি করে।সোভিয়েতের বিমান বাহিনীর কথা মাথায় রেখে মিগ কোম্পানি একটি যুদ্ধ বিমান তৈরি করে।যা মূলত তাদের চাহিদার কথা মাথা রেখে তৈরি করা হয়েছে।প্রজেক্টের নাম ছিলো ১.৪৪।যাকে আবার মিগ ৪১ও বলা হয়।কিন্তু সোভিয়েতের পতন ঘটলে মিগের এই বিমানের কার্যক্রম বাধাগ্রস্থ হতে থাকে। অন্যদিকে সুখোই ১৯৯০ সালে থেকে নতুন ধরনের বিমান তৈরির কাজ শুরু করে যদিও তারা নিজেদের মত করে কাজ শুরু। পরবর্তীতে এই ধারাবাহিকতায় সু ৩৭ এবং সু ৪৭ বিমান তৈরি করা হয়।সর্বপ্রথম মিগ ৪১ ২০০০ সালে আকাশে উড়ে যা কিনা পরিকল্পনার ৯ বছর পর।শেষ পর্যন্ত মিগের এই বিমানের প্রকল্প বাদ করে দেওয়া হয়। রাশিয়া আবারও পরবর্তী প্রজন্মের বিমান তৈরির জন্য আহবান জানায়।এবার তাদের আহবানে সাড়া দিয়ে ইয়াকোলেব,মিকোয়ান এবং সুখোই এগিয়ে আসে।২০০২ সালে সুখোই এর পরিকল্পনা গ্রহন করা হয়।এর ৫ বছর পর ২০০৭ সালে ব্যয় কমানোর জন্য ভারতকে এই প্রজেক্টে নেওয়া হয়।যদিও আগে চীনকে আহবান করা হয়েছিল কিন্তু চীন রাশিয়ার প্রস্তাব প্রত্যাখান করে!!
বিস্তারিত আসছে.....

No comments:
Post a Comment