Sunday, 22 May 2016

Armor of Tiger 2জার্মান টাইগার ২

Armor of Tiger 2 জার্মান টাইগার ২ ট্যাংঙ্কের নাম সবাই শুনেছেন আশা করি।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই কিংবদন্তী লেজেন্ড ছিলো সত্যিই বনের বাঘের মতই হিংস্র।মূলত আজকের পোস্টে আমি টাইগারের ২ ট্যাংঙ্কের এক ইতিহাস শোনাব। সময়টা ১৯৪৫ সাল,দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিক।জার্মান ওয়েস্টার্ন ফ্রন্টের কাছ থেকে পশ্চিম ইউরোপের স্বাধীনতা ফিরিয়ে আনতে মিত্রবাহিনী অক্লান্ত সাহায্য করে যাচ্ছে।কিন্তু জার্মানদের সেই অমিত সাহস আর শক্তিকে থামাতে পারা চারটেখানি কথা নয়।জার্মানদের টাইগার ট্যাংঙ্কের সামনে পড়লে মিত্রবাহিনীরা কেটে পড়ত,কারন টাইগার ২ ট্যাংঙ্কের ৭ইঞ্চি আর্মার ভেদ করার মত কোন অস্ত্র তাদের ছিলোনা।মার্কিন M26 Pershings ট্যাংঙ্ক ও ফেল মারলো টাইগার ২ এর সামনে।তো মার্কিনিরা হার মানার পাত্র নয়।তারা আরো উন্নত ট্যাংঙ্ক ড্রেষ্টয়ার M36 Jackson কে নামালো টাইগের ২ ট্যাংঙ্কের বিপক্ষে যুদ্ধ করার জন্য। M36 Jackson ছিলো তার টরেটের জন্য বিখ্যাত।সেসময় ৯০ মিঃমিঃ টরেট দিয়ে অনায়াসে যে কোন ট্যাংঙ্কের আর্মার ভেদ করা যেত।তাই এবার মিত্রবাহিনীরা দ্বিগুন উৎসাহে জার্মানদের এ্যাটাক করে বসে।কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন পৌঁছানো হলো দেখা গেলো M36 Jackson এর ৯০ মিঃমিঃ গোলাও টাইগার ২ ট্যাংঙ্কের আর্মারের কিছু করতে পারছেনা তো চিত্রতে এমনি একটা টাইগার ২ ট্যাংঙ্ক দেখতে পাচ্ছেন যেটাতে মোট ৮ বার শ্যুট করা হয়েছিলো M36 Jackson ট্যাংঙ্কের ৯০ মিঃমিঃ গোলা দিয়ে।কিন্তু ট্যাংঙ্কটির কিছু হয়েছিলোনা।যদিও ট্যাংঙ্কের ক্রুরা ট্যাংঙ্ক ছেড়ে পরবর্তীতে পালিয়েছিলো। লেখকঃঅমৃত কুমার দাস। ডিফেন্স অ্যানালাইজার। সাহেব বাজার,রাজশাহী।

No comments: