ফিলিপিন এর ডির্পাটমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্স থেকে জানানো হয়েছে ,তারা ভারতের কামোর্তা ক্লাস করভেটের ওপর বেস করে বানানো 2500 টনের দুটি লাইট ফ্রীগেট কিনছে।কলকাতার GRSE ইতিমধ্য এগুলির ডিজাইন কমপ্লিট করে ফেলেছে এবং আগামি 36-40 মাসের মধ্য সেগুলি ফিলিপিন নেভীর হাতে পৌছে যাবে বলে আশা করেন তারা ফ্রীগেট গুলিতে আটটি এন্টিশীপ মিসাইল এবং চব্বিস টি সারফেস টু এয়ার মিসাইল থাকবে।

No comments:
Post a Comment