USS Tang
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌ বাহিনীর এই সাবমেরিন ৩১টি জাহাজ ডুবিয়েছে।তো ১৯৪৪ সালের শেষের দিকে তার সর্বশেষ টর্পেডো নিক্ষেপ করার পর তা "সারকুলার রান" শুরু করে।সারকুলার রান হচ্ছে যেই সাবমেরিনের থেকে টর্পেডো নিক্ষেপ করা হয়েছিল সেই সাবমেরিনের দিকে আবার টর্পেডো ফিরে আসাকে।টর্পেডোটিত্রুটিপূর্ণ থাকায় এই রকম হয়েছিল।সাবমেরিনটি টর্পেডোটির হাত থেকে রক্ষার পাওয়ার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়।ডুবে যায় সাবমেরিনটি। মোট ৭৮ জন মারা যায় আর ১৩ জন বেঁচে যায়।এরমধ্যে ৯ জনকে উদ্ধার করে জাপান।যারা যুদ্ধের বাকিটা সময়ে বন্দী অবস্থায় পার করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন টর্পেডোর অবস্থা ভয়াবহ ছিল।অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল।কিন্তু মার্কিন নৌ কর্মকর্তারা এই ব্যাপারে খুবই উদাসীন ছিল।তারা সব সময় ক্যারিয়ার আর ব্যাটেলশিপকে প্রাধান্য দিত।যার ফলে অবহেলিত থাকত এইসব সাবমেরিনাররা।

No comments:
Post a Comment