Wednesday, 25 May 2016

বর্তমানে মাত্র চারটি দেশ ,ব্যালেস্টিক মিসাইলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা একটি এন্টি ব্যালেস্টিক মিসাইল শিল্ড সিস্টেম তৈরী করতে পেরেছে

¤¤¤ বর্তমানে মাত্র চারটি দেশ ,ব্যালেস্টিক মিসাইলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা একটি এন্টি ব্যালেস্টিক মিসাইল শিল্ড সিস্টেম তৈরী করতে পেরেছে।রাশিয়া,আমেরিকা,ইজরায়েল এবং ভারত ই কেবল মাত্র নিজেদের প্রযুক্তিতে ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম বানাতে পেরেছে।এদের মিসাইল গুলি ,অর্থাত্ এই BMD এর জন্য মিসাইল গুলর একটি সাধারন বৈশিস্ঠ হচ্ছে ,এদের একিউরেসিটি খুব নিপুন ।চলুন একনজরে মিসাইল গুলি দেখি :---- §§§ রাশিয়া:- (1) A-235 ( 100 km ) (2) S-400 (400 km ) (3) S-300 (300 km ) ¥¥¥ যদিও S-400 বা S-300 কে এয়ার ডিফেন্স হিসেবে ধরা হয় অর্থাত্ বিমান বিদ্ধংসি মিসাইল হিসেবে ,তবে এরা খুব নিপুন ভাবে এন্টি ব্যালেস্টিক মিসাইলের কাজ ও করতে পারে। *** উল্লেখ যোগ্য রাডার সিস্টেম ,যেমন :- DON-2N ( 2000 km) ,,5U83 DAUGAVA ( 6000 km ) §§§ আমেরিকা:---- (1) THAAD (200 km) (2) PATRIOT (160 km ) *** উল্লেখ যোগ্য রাডার সিস্টেম ,যেমন:-- AN/TPY ( 1000-1500 km) §§§ ইজরায়েইল:-- (1) ARROW (150 km ) *** উল্লেখ যোগ্য রাডার,যেমন:- SUPER GREEN PINE (1000 km) §§§ ভারত :-- (1) AAD (200 km) (2) PAD (Classified) *** উল্লেখ যোগ্য রাডার , যেমন :- SWORD FISH ( 1500 km ) ### বর্তমানে এই চারটি দেশের কাছেই BMD নিজেদের সিস্টেম আছে ।তবে জাপান ও চীন নিজেদের BMD সিস্টেমের জন্য কাজ করে যাচ্ছে। ‪

No comments: