Sunday, 22 May 2016

আপনি কি জানেন?

আপনি কি জানেন? . দেশীয় প্রযুক্তি তে তৈরি তেজস এর জন্য সর্বপ্রথম তৎকালীন কংগ্রেস সরকার মাত্র ২লক্ষ টাকা বরাদ্দ করে যা প্রাথমিক ডিজাইনের জন্য কাগজ ও কিছু প্রথমিক সামগ্রী কিনতে খরচ হয়ে যায়। আমরা প্রায়ই বলি যে তেজস তৈরিতে এডিএ(ADA) বা হাল (HAL) অনেক দেরি করছে। কিন্তু কখনত্ত ভেবে দেখি না যে মাত্র ২লক্ষ টাকা দিয়ে একটি বিমান প্রজেক্ট কি আদৌ কখনও চালানো সম্ভব? তৎকালীন কংগ্রেস সরকার যদি এই প্রজেক্টে ভালভাবে নজর দিত তালে আজ প্রায় ১০০ র বেশি তেজস ভারতীয় বিমানবাহিনী তে থাকতো। . তেজস নিয়ে অনেকের অনেক ধারনা আছে। তেজস এর ডিজাইন অত্যন্ত আধুনিক। তেজস এ যেমন ব্যবহার করা হয়েছে Radiation-absorbent material ও সাথে কার্বন কম্পোজাইট মেটেরিয়াল এর ফলে তেজসের আরসিএস চীনের জেএফ-১৭ এর চেয়ে অর্ধেকের কম। অর্থাৎ রেডারের মাধ্যমে তেজস কে ডিটেক্ট অনেক কঠিন। এছাড়াও তেজসের পেলোড অর্থাৎ অস্ত্র বহন ক্ষমতা অনেক বেশি। তেজসের রেডার ও চীনের এই বিমান থেকে বেশি তো বটেই তার সাথে তেজসে এই বছর ইজ্রাইলের AESA রেডার ব্যবহার করা হবে তার সেথে আরও একটি বড় পরিবর্তন আসছে তেজসে। তা হল তেজসের লেন্ডিং গিয়ার পরিবর্তিত হচ্ছে। নতুন ল্যান্ডিং গিয়ার প্রায় ১টন হাল্কা হবে। ফলে থ্রাস্ট/ওয়েট অনেক ফারবে এর ফলে ম্যানুয়েভারেবিলিটি ব্যাপক হারে বারবে। নতুন এই তেজস কে তেজস মার্ক-১এ হবে।

No comments: