Wednesday, 25 May 2016

রাশিয়া টি ৯০ ট্যাংঙ্কের প্রটেক্টশন ক্ষমতা বাড়িয়েছে

রাশিয়া টি ৯০ ট্যাংঙ্কের প্রটেক্টশন ক্ষমতা বাড়িয়েছে। যা ইতিমধ্যে যুদ্ধে প্রমানিত হয়েছে।সম্প্রতি ইউক্রেনের এক ট্যাঙ্কের গানার জানিয়েছে তারা টি ৯০এর দিকে একটি এন্টি ট্যাঙ্ক মিসাইল সঠিকভাবে টার্গেট করেছিল।কিন্তু মিসাইলটি ট্যাঙ্কে না গেলে অন্য দিকে চলে যায়।সেই গানার অদৃশ্য শিল্ড বলে আখ্যায়িত করেন একে। আসলে রাশিয়া এক্টিভ প্রটেক্টশন ক্ষমতা বাড়িয়েছে।তো এক্টিভ প্রটেক্টশন বলতে দুই ধরনের প্রটেক্টশন বুঝায়।প্রথমত ইলেট্রনিক জ্যামিং যা এই মিসাইলের ক্ষেত্রে করা হয়েছে।দ্বিতীয়ত শেল বা রকেট ব্যবহার করে আগত হুমকিকে ধ্বংস করা। এছাড়াও রয়েছে এক্সপ্লোসিভ রিএ্যাক্টর আর্মর।এর ফলে কোন মিসাইল নিক্ষেপ করলে এর প্লেটে এসে লাগবে।তখন প্লেটটি সকল শক্তি শোষন করে উড়ে যাবে।এতে ট্যাঙ্কের মূল বডিতে কিছুই হবে না।তবে এটা তখনই সম্ভব হবে যখন কিনা মিসাইল এক্টিভ প্রটেক্টশন ক্ষমতা এড়াতে পারবে যেটা চারটিখানি কথা না। আর এই সব প্রটেক্টশন টি ৯০কে বর্তমান সময়ের যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা অনেক বাড়িয়ে দিয়েছে।যার প্রমান এই ইউক্রেন যুদ্ধে।ইউক্রেন সেনাবাহিনী একটি টি ৯০ ধ্বংস করতে পারে নি!!

No comments: