Monday, 30 May 2016

এটি হল মায়ানমারের একটি কমবেট ড্রোন CH-3A

এটি হল মায়ানমারের একটি কমবেট ড্রোন CH-3A।এরকম 12 টি UCAV মায়ানমার চীন থেকে পেয়েছে ।একই ভাবে চীন এগুলি পাকিস্থানকেও দিয়েছে ,তবে তা আনঅফিশিয়ালি, আর পাকিস্থান তার ওপর চাঁদ তারা মার্কা পতাকা মেরে ,বারাক নাম দিয়ে নিজেদের বানানো বলে চালাচ্ছে ।যাই হোক ,চীনের এই UCAV গুলি CH-3 ড্রোনের আপগ্রেটেড ভার্সন এগুলি, 180 kg অবদি পেলোড বহন করতে পারে ।এগুলিতে গাইডেড রকেট লাগিয়ে মায়ানমার জঙ্গীদের ওপর হামলা চালাচ্ছে। ---- মরাল অফ দ্যা স্টোরি , সবাই পায় ,তবে তাহারা কেন পায় না ???? তারা নাকি চীনের সবথেকে বড় বন্ধু !! লুল লুল,, ছিঃ ছিঃ ,চীন দেখছি মহান ,ফেভিকল মার্কাবন্ধুত্ব নস্ট করে ফেলছে ।যদি তাহারা চায়,তবে ভারত ইজরাইলকে বলে ,তাহাদের জন্য চীনা ডাব্বার চেয়ে কয়েকশ গুন ভালো UCAV জোগার করে দিতে পারে।যতই হোক ,ইজরায়েল ভারতের কথা ফেলতে পারবে না

No comments: