দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে বছর খানেক হলো। পশ্চিমী রনাঙ্গনে ব্রিটেনের অবস্থা মোটেই ভাল নয়। অর্থ যেমন দরকার তেমনি দরকার আধুনিক সমরাস্ত্রের। ১৯৪০ এর আগস্ট, ভারতে তখন জোরদার ব্রিটিশ বিরোধী আন্দোলন। শাসক ইংরেজ এক সুক্ষ চাল চাললো। ডাক বিভাগের ডাইরেক্টর জেনারেল কে দিয়ে বিভাগীয় কর্মচারীদের উদ্দেশ্যে এক আবেদনে বলা হয়, "স্বেচ্ছায় অর্থদান করুন যাতে তা দিয়ে একটি ফাইটার প্লেন কেনা যায় এবং মহামান্য ব্রিটিশ সরকার কে উপহার দেওয়া যায়। তাছাড়া ব্রিটেন বাঁচলে ভারত ও বাঁচবে।" এইভাবে ছদ্ম জাতীয়তাবাদের ধুয়ো তুলে নরমে গরমে ভারতীয় ডাক বিভাগের কর্মীদের থেকে আদায় করা হয় মোটা অনুদান। বলা ভালো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ব্রিটেন রক্ষা পেয়েছিল তাতে কিছুটা হলেও প্রত্যক্ষ অবদান ছিল ভারতীয় ডাক ও তার বিভাগের কারন ১৯৪০ সালের ৩১ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত হয় এক লক্ষ পাঁচ হাজার একশ তিরানব্বই টাকা। এর থেকে সত্তর হাজার টাকা দেওয়া হয় উপহার স্বরুপ একটা যুদ্ধবিমান কেনার জন্য। বাকি অর্থ জমা করা হয় ভাইসরস ওয়র পারপাসেস ফান্ড এ। দ্বিতীয় দফায় ডাক বিভাগের কর্মীদের থেকে সংগৃহীত ৬৬,৬৬৬টাকা জমা করা হয় সরকারী কোষাগারে। যা দিয়ে কেনা হয় দ্বিতীয় যুদ্ধবিমান। এরপরেও ডাক বিভাগের কর্মীদের থেকে সংগৃহীত অর্থে কেনা হয় আরো একটি যুদ্ধবিমান। প্লেন তিনটির নাম রাখা হয় যথাত্রুমে, "দ্য ইন্ডিয়া পোস্ট", "ইন্ডিয়ান টেলিগ্রাফ ", এবং "ইন্ডিয়ান টেলিফোন"।
No comments:
Post a Comment