¤¤¤ এবার চীন বুঝবে - what is,tit for tat? চীন এতদিন পাকিস্থানকে দিয়ে যেভাবে ভারতকে বিপদে ফেলতে চেয়েছে ,ঠিক সেই নীতিই এবার চীনকে উপহার দেবে ভারত,আর এখানে পাকিস্থানের ভূমিকায় থাকবে ভিয়েতনাম।
-----আগামী 4th সেপ্টেম্বর G-20 সামিট উপলক্ষে ভিয়েতনাম যাচ্ছেন PM নরেন্দ্র মোদী ।সেখানে ভারতের কিছু স্টেট অফ আর্ট ওয়েপন ভিয়েতনামের কাছে বিক্রির চুক্তি সম্পন্ন হবে।ভিয়েতনাম ,ডেডলিয়েস্ট ব্রামোসের নেভাল ভার্সনটি নেওয়ার জন্য ভারতকে চেপে ধরেছে।ব্রামোস ,সাথে ভারতের হেভী ওয়েট টর্পেডো বরুনাস্ত্রও এই চুক্তিতে সামিল হতে পারে।ভিয়েতনামেরহাতে ,ব্রামোস থাকা মানে ,ভীয়েতনামের জলসীমা পুরোপুরি সুরক্ষিত,চীনের জাহাজের সাহসে কুলবে না ব্রামোসের সম্মুখিন হওয়া ।তবে যে চুক্তিটি সবচেয়ে আশ্চর্য জনক ,সেটি রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিককে জানিয়েছেন - ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন প্রাক্তন টপ অফিসিয়াল ভরত কনাদ ।মিঃ কনাদ জানান ,ভারত ভিয়েতনামকে ,ব্যালেস্টিক মিসাইল 1000 km রেঞ্জের AGNI-1 এর টেকনোলোজি তুলে দিতে পারে।তবে যেহেতু ভিয়েতনাম MTCR এর সদস্য নয় ,তাই তারা এটিকে 300 km (অফিশিয়ালি 300 km থাকবে,বাট আন অফিশিয়ালি 1000 km রেঞ্জের টেকনোলোজিই তুলে দেওয়া হবে,যাতে ভিয়েত নাম অন্য নাম দিয়ে নিজেরা মিসাইল তৈরী করতে পারে) রেঞ্জের মধ্য ট্যাকটিক্যাল ব্যালেস্টিক মিসাইল হিসেবে ব্যাবহার করতে পারবে।
----- ভিয়েতনাম এশিয়ান দেশ গুলির মধ্য গূরুত্ব পূর্ন রাস্ট্র।তাদের হাতে অগ্নির টেকনোলোজি গেলে,চীনের হয়ে যাবে।ভারতের ISRO এর বর্তমানে স্যাটেলাইট কন্ট্রোল এবং মনিটরিং সেন্টার ভিয়েতনামে আছে ।তাছাড়া ভারত ভিয়েতনামের মেইন ব্যাটেল ট্যাংক ,সাবমেরিন ,হেলিকপ্টার গুলিকে আপগ্রেড করে দিয়েছে।

No comments:
Post a Comment