Friday, 12 August 2016

ছবিতে যাদের দেখছেন ,তারা কিন্তু কোনো জঙ্গী নয়

¤¤¤ ছবিতে যাদের দেখছেন ,তারা কিন্তু কোনো জঙ্গী নয়।এরা হল ভারতীয় আর্মির PARA SF।আপনি অবাক হয়ে বলতে পারেন ,কি করে ...!!!!!!! চুল বড় বড় ,না কাটা দাড়ি ,ইউনিফর্মের ডিসিপ্লিন নেই ,এরা PARA SF ????? হ্যাঁ এরাই তারা ,ভারতীয় PARA SF দের ,অপারেশনের ভিক্তিতে কত ধরনের রূপ যে ধরতে হয় ,তার কোন ধারনাই নেই ।আফগানস্থানে এরকম বহু ভারতীয় প্যারা মিলিটারি এক্টিভ রয়েছে। --------- প্রতিবছর আফগানস্থানকে ভারত প্রায় দুই বিলিয়ন ডলার এবং বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট সাহায্য করে থাকে।কয়েক বছর আগেও আফগানস্থানে আমেরিকাও ন্যাটো ফোর্সের প্রায় এক লক্ষ দশ হাজার সেনা মোতায়েন ছিল।বর্তমানে আফগানস্থানে 170000 হাজার আফগান আর্মি ,তাদের সাহায্যর জন্য 20000 আমেরিকান সেনা এবং 3000 হাজার ন্যাটো ফোর্স রয়েছে।তবে আফগানস্থানে প্রচুর অজ্ঞাত সংখক ভারতীয় প্যারা মিলিটারি ফোর্স এবং আর্মি স্পেশাল ফোর্স রয়েছে। ‪

No comments: