Friday, 12 August 2016

৮৪ বছর আগে ১৯৩২ সালে প্রথম ভারতীয় এয়ার ফোর্সের গঠন হয়

৮৪ বছর আগে ১৯৩২ সালে প্রথম ভারতীয় এয়ার ফোর্সের গঠন হয়।চারটি ওয়েস্টল্যান্ড ওয়াপিতি বিমান ,পাঁচ জন পাইলট ,আর উনিশ জন হাওয়াই সেপই (এয়ার আর্মি) নিয়ে গঠন হয় ,আজকের চতুর্থ শক্তিশালী এয়ার ফোর্সের ।জানেন কি সেই পাঁচ জন পাইলট কে কে ছিলেন ?? তারা ছিলেন -- সুব্রত মূখার্জী,হরিশ চন্দ্র সৃকার,ভূপেন্দ্রসিং,অমর জিত্ সিং এবং আইজাদ বক্স আওয়ান ।পরবর্তী কালে ভারতীয় বায়ু সেনার প্রথম চীফ হিসেবে নিযুক্ত হন সুব্রত মূখার্জী

No comments: