ভারতীয় সেনা রাশিয়া থেকে বিএমপি-৩ অ্যমফিবিয়াস অ্যসল্ট ভেহিকেল কেনার জন্য মৌ সাক্ষর করেছে। ভারত ইতিমধ্যে বিএমপি-২ ব্যবহার করে। তবে কতগুলি কেনা হবে তা জানানো হয়নি। এছাড়া টাটার তৈরি কেস্ত্রল আর্মার্ড ভেহিকেল ও ভারত ব্যবহার করবে যেটির প্রোডাক্সান খুব শিঘ্রই শুরু হবে।
.
অ্যলুমিনিয়াম ও স্টিলের তৈরি বডি বুলেট প্রুফ ও ৩ জন ক্রু এর সাথে মোট ৯ জন সেনা পরিবহন করা যায়। এছাড়া অস্ত্র সজ্জার মধ্যে প্রাথমিক হল 100 mm gun/launcher 2A70 যেগুলি বিভিন্ন হাই এক্সপ্লোসিভ শেল ও এন্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়া যায় ও সাথে থাকে ধ্বংসাত্মক 30 mm autocannon 2A72। সেকেন্ডারি অস্ত্রের মধ্যে 3×7.62 mm PKT মেশিন গান।
.
৫০০এইচপি ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন চালিত এই অ্যসল্ট ভেহিকেল একবারে ৫০০কিমি রাস্তা অতিক্রম করতে পারে। পাকা রাস্তায় ৭২কিমি প্রতি ঘন্টা ও সাধারন মাটিতে ৪৫ ও জলের মধ্যে ১০কিমি প্রতি ঘন্টার গতীবেগে চলতে সক্ষম।

No comments:
Post a Comment