আইএনএস আরিহান্ত।
উল্লেখ কিছুদিন আগে একটি খবর প্রকাশ পায় নিরাপত্তা উপদেষ্টা স্যার অজিৎ দোভালের নেতৃত্বে বিনা অনুষ্ঠানে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও খবর টির সত্যতা জানা যায়নি। কিন্তু এটা ঠিক আরিহান্তের মোটামুটি সব ট্রায়াল কম্প্লিট হয়ে গেছে।
অজিৎ স্যার প্রথম থেকেই আরিহান্ত এর প্রকাশ ও এর প্রচারের বিরোধি ছিল। তাই আরিহান্তের খু বেশি ছবি ও খুব হাই কোয়ালিটির ছবি বেশি প্রকাশিত হয়নি। তবে এই কথাটা যদি সত্যি হয় তবে এটা জেনে রাখা ভাল যে এর পর আরিহান্তের বাকি সবামেরিন (যেমন আরিদমন) এর কোনো খবর আর বাইরে প্রকাশিত হবে না। ব্যক্তিগত ভাবে মনে করি অজিৎ স্যার সঠিক পদক্ষেপই নিয়েছেন। কি বলেন?
No comments:
Post a Comment