¤¤¤ ভূমিতে যুদ্ধের দিন শেষ হয়ে আসছে ,এখন যুদ্ধ শুরু হবে মহাকাশে আর শেষ ও হবে ঐ মহাকাশেই।আর এই স্পেস ওয়ারের প্রধান অস্ত্র হতে চলেছে এন্টি স্যাটেলাইট মিসাইল ।মহাকাশে থাকা বিভিন্ন স্যাটেলাইট গুলিকে ধংস করাই এর কাজ ।এই স্পেস এর যুদ্ধে ইতিমধ্য পা রেখে দিয়েছে চারটি দেশ:- আমেরিকা ,রাশিয়া,চীন এবং ইজরায়েল ।এই চার দেশের কাছেই রয়েছে স্যাটেলাইট ধংস কারী মিসাইল ।তবে সুখের বিষয় এই যে এই প্রতিযোগীতায় পঞ্চম দেশ হিসেবে ঢুকতে চলেছে ভারত।2012 তে এই বিষয়ে প্রথম ইঙ্গিত দেন , DRDO চীব বিজয় স্বারসাত , 97 তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুস্ঠানে তিনি বলেন DRDO এবং ISRO জয়েন্টলি নতুন প্রজেক্টে হাত দিয়েছে ,আর এটি হল ভারতের নিজেস্ব ASAT মিসাইল ।প্রধানত ভারতের এই ASAT মিসাইল টির প্রোপালশন সিস্টেমটি ড্রাগন কিলার AGNI-5 (8000 km ) থেকে ডেভলভড হবে এবং এর ইন্টারসেপ্টিং সিস্টেমটি ভারতের এন্টি ব্যালেস্টিক মিসাইল AAD হতে নেওয়া হচ্ছে ।প্রজেক্টটি পুরোটি ISRO এবং DRDO দেখছে। ----- বর্তমান যুগে এন্টি স্যাটেলাইট মিসাইলের গূরুত্ব কত খানি ? সাধারন চোখে দেখলে মনে হবে ,এ আর কি ,ঐ তো একটা স্যাটেলাইটই ধংস করবে ,আর কি হবে ?না ব্যাপার টি মোটেও এত সোজা নয় ,বর্তমান যুদ্ধের প্রধান অস্ত্রই এই স্যাটেলাইট ।একটা উদাহরন দেই :- ধরুন আমেরিকা রাশিয়ার মধ্য যুদ্ধ লেগে গেল ,তখন রাশিয়ার প্রধান করনীয় বিষয় কি ? সেটি হল প্রথমেই আমেরিকান নেভিগেশন স্যাটেলাইট গুলি ধংস করা।বর্তমান সুপার পাওয়ার আমেরিকা ,সারা বিশ্বে যে কতৃত্ব চালাচ্ছে ,তার 80% অবদান তাদের স্যাটেলাইট গুলি ।এর দ্বারা তারা গোয়েন্দা গিরি থেকে শুরু করে মিসাইল উত্ক্ষেপন সব নিয়ন্ত্রন করে ।এখন ধরুন রাশিয়া ,আমেরিকার GPS ধংস করে দিল ,তখন কি হবে ??? আমেরিকার বিশাল নৌবহর কোন কাজে আসবে না ,বিশাল GPS গাইডেড মিসাইল রেজিমেন্ট গুলি অচল হয়ে পরবে।একই কথা রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য ,যদি তাদের স্যাটেলাইট গুলিকে ধংস করে দেওয়া হয়।তাই ভবিষত্ যুদ্ধ ক্ষেত্র হতে চলেছে মহাকাশ ,আর সেই ক্ষেত্রের নতুন প্লেয়ার ভারত ,আসা করা যাচ্ছে 2018 এর মধ্য ভারতের এই ASAT তৈরী হয়ে যাবে ।কারন সয়ং ISRO এর পিছনে আছে ,আর ISRO হল ভরসার অন্য সমার্থক শব্দ
বিশ্বের সব সামরিক খবরাখবর পেতে এই পেইজে লাইক দিন। ধন্যবাদ। Our FB Page https://m.facebook.com/worldarmsnews https://m.facebook.com/TeamIDNB
Wednesday, 10 August 2016
ভূমিতে যুদ্ধের দিন শেষ হয়ে আসছে ,এখন যুদ্ধ শুরু হবে মহাকাশে আর শেষ ও হবে ঐ মহাকাশেই।
¤¤¤ ভূমিতে যুদ্ধের দিন শেষ হয়ে আসছে ,এখন যুদ্ধ শুরু হবে মহাকাশে আর শেষ ও হবে ঐ মহাকাশেই।আর এই স্পেস ওয়ারের প্রধান অস্ত্র হতে চলেছে এন্টি স্যাটেলাইট মিসাইল ।মহাকাশে থাকা বিভিন্ন স্যাটেলাইট গুলিকে ধংস করাই এর কাজ ।এই স্পেস এর যুদ্ধে ইতিমধ্য পা রেখে দিয়েছে চারটি দেশ:- আমেরিকা ,রাশিয়া,চীন এবং ইজরায়েল ।এই চার দেশের কাছেই রয়েছে স্যাটেলাইট ধংস কারী মিসাইল ।তবে সুখের বিষয় এই যে এই প্রতিযোগীতায় পঞ্চম দেশ হিসেবে ঢুকতে চলেছে ভারত।2012 তে এই বিষয়ে প্রথম ইঙ্গিত দেন , DRDO চীব বিজয় স্বারসাত , 97 তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুস্ঠানে তিনি বলেন DRDO এবং ISRO জয়েন্টলি নতুন প্রজেক্টে হাত দিয়েছে ,আর এটি হল ভারতের নিজেস্ব ASAT মিসাইল ।প্রধানত ভারতের এই ASAT মিসাইল টির প্রোপালশন সিস্টেমটি ড্রাগন কিলার AGNI-5 (8000 km ) থেকে ডেভলভড হবে এবং এর ইন্টারসেপ্টিং সিস্টেমটি ভারতের এন্টি ব্যালেস্টিক মিসাইল AAD হতে নেওয়া হচ্ছে ।প্রজেক্টটি পুরোটি ISRO এবং DRDO দেখছে। ----- বর্তমান যুগে এন্টি স্যাটেলাইট মিসাইলের গূরুত্ব কত খানি ? সাধারন চোখে দেখলে মনে হবে ,এ আর কি ,ঐ তো একটা স্যাটেলাইটই ধংস করবে ,আর কি হবে ?না ব্যাপার টি মোটেও এত সোজা নয় ,বর্তমান যুদ্ধের প্রধান অস্ত্রই এই স্যাটেলাইট ।একটা উদাহরন দেই :- ধরুন আমেরিকা রাশিয়ার মধ্য যুদ্ধ লেগে গেল ,তখন রাশিয়ার প্রধান করনীয় বিষয় কি ? সেটি হল প্রথমেই আমেরিকান নেভিগেশন স্যাটেলাইট গুলি ধংস করা।বর্তমান সুপার পাওয়ার আমেরিকা ,সারা বিশ্বে যে কতৃত্ব চালাচ্ছে ,তার 80% অবদান তাদের স্যাটেলাইট গুলি ।এর দ্বারা তারা গোয়েন্দা গিরি থেকে শুরু করে মিসাইল উত্ক্ষেপন সব নিয়ন্ত্রন করে ।এখন ধরুন রাশিয়া ,আমেরিকার GPS ধংস করে দিল ,তখন কি হবে ??? আমেরিকার বিশাল নৌবহর কোন কাজে আসবে না ,বিশাল GPS গাইডেড মিসাইল রেজিমেন্ট গুলি অচল হয়ে পরবে।একই কথা রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য ,যদি তাদের স্যাটেলাইট গুলিকে ধংস করে দেওয়া হয়।তাই ভবিষত্ যুদ্ধ ক্ষেত্র হতে চলেছে মহাকাশ ,আর সেই ক্ষেত্রের নতুন প্লেয়ার ভারত ,আসা করা যাচ্ছে 2018 এর মধ্য ভারতের এই ASAT তৈরী হয়ে যাবে ।কারন সয়ং ISRO এর পিছনে আছে ,আর ISRO হল ভরসার অন্য সমার্থক শব্দ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment