Friday, 21 August 2015

বিনা ডকুমেন্টস এ সিম

বল্টু একদিন খেলতে গেছে, তো পাপ্পু এসে বলল, "ভাই বিনা ডকুমেন্টস এ সিম নিবি..?" * বল্টু রাজি হয়ে বলল - ঠিক আছে দে ... পাপ্পু বলল আমাকে কি খাওয়াবি..?? সেদিন রাতে বল্টু পাপ্পুকে পকোড়া খাওয়াল। তারপর একটা সিগারেট ও খাওয়া্ল। পাপ্পু বলল পরদিন মাঠে যাবি,দেব। * যথারিতি বল্টু পরদিন মাঠে গেল, ... পাপ্পু বল্টু কে মাঠের এক কোনে নিয়ে গেল এবং জঙ্গলে ঢুকে গেল। কিছু সময় পর পাপ্পু গাছ থেকে একটা সীম পেড়ে আনলো এবং সীমটা বল্টুর হাতে দিয়ে বলল - "আজকে রাতে চাউমিন খাওয়াবি,কালকে দুটো সীম দেব।"

No comments: