Friday, 21 August 2015

দেখা যাক গল্প পড়ে ছেলে রা কি বলে !!!!!

দেখা যাক গল্প পড়ে ছেলে রা কি বলে !!!!! * একদিন শালী আর জামাই বাবু নির্জন শুনশান জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল । হটাত শালী জামাই বাবু কে বলে উঠল - জামাই বাবু এই নির্জন জঙ্গলে আমায় একা পেয়ে আপনি আমার সাথে উল্টোপাল্টা কিছু করবেন না তো ? আমার কিন্তু খুব ভয় করছে !!!!! জামাই - দেখতে পারছ না আমার এক হাতে একটা লাঠি আর ছাগল আছে , আর অন্য হাতে আছে একটা মুরগি , দড়ি আর একটা বালতি !!! দুহাতে জিনিস নিয়ে আমি কি ভাবে তোমার সাথে উল্টোপাল্টা করব ??? * শালী - কেন পারবেন না ? যদি লাঠি টা মাটি তে পুঁতে ,তার সাথে দড়ি দিয়ে ছাগল টা কে বেঁধে দেন আর বালতি টাকে উল্টো করে মুরগি টা কে ঢাকা দিয়ে দেন তাহলে আপনি সব রকম উল্টোপাল্টা করতে পারবেন আমার সাথে !!! আমার তো ভীষণ ভয় করছে !!!! * * মরাল - ছেলেরা সব সময়ই সরল , নিরীহ , সাদা মনের এবং চরিত্র বান হয় ............, খারাপ জিনিসের আইডিয়া টা মেয়েরাই দেয় !!!! ( মেয়েরা সিরিয়াসলি নিও না প্লিজ , এটা শুধু মজা করার জন্য ) (এসো সবাই মিলে ঝগড়া করি ) !!!!!

No comments: