Thursday, 27 August 2015

মাথায় থুতু

অঙ্কের ক্লাসে পচা মাঝেমাঝেই মাথায় থুতু লাগাচ্ছে। মাস্টারমশাই জিজ্ঞেস করল, আরে পচা, মাথায় থুতু দিস কেন? স্যার, অঙ্ক মাথায় ঢুকছে না স্যার, তাই? তাবলে মাথায় থুতু, ছি, ছি। কেন স্যার, কাল রাতেই তো মা বাবাকে বলছিল, ঢুকবে, ঢুকবে, মাথায় একটু থুতু লাগিয়ে নাও না হাঁদারাম কোথাকার।

No comments: