Friday, 21 August 2015

ভারতের বিভিন্ন জায়গা চেনার উপায়:-

ভারতের বিভিন্ন জায়গা চেনার উপায়:- Scenario 1 : দুজন লোক মারপিটকরছে, ৩য় ব্যক্তি এলো দেখলো চলে গেলো তাহলে এটা মুম্বই.... Scenario 2 : দুজন লোক মারপিটকরছে, ৩য় ব্যক্তি এলো, মারপিট থামাতে গেল।প্রথম দুজনে এক হয়ে ৩য় লোককে ধরে পিটিয়ে দিল... এটা দিল্লী... Scenario 3 : দুজন লোক মারপিটকরছে, ৩য় ব্যক্তি এলো, বললো আমার বাড়ির সামনে মারপিট ককরো না অন্য কোথায় যাও এটা ব্যাঙ্গালোর... Scenario 4 : দুজনে মারপিটকরছিল, ৩য় ব্যক্তি এক কার্টুন বিয়ারনিয়ে এলো,তিনজনে একসাথে বসে পড়লো।খিস্তি খামারি করলো তিনজন মিলে।তারপর বন্ধুত্ব ফিরে গেল.. তাহলে আপনি নিশ্চন্তে গোয়াতে পৌঁছে গেছেন। Scenario 5: দুজন লোক মারপিটকরছিল, কিছুক্ষন বাদে দুজনেই মোবাইলেকথা বলতে লাগলো আর তারপরেই ৫০ জন লোক এসে মারপিটে যোগ দিল আপনি পাঞ্জাবে আছেন... Scenario 6 : দুজন লোক মারপিটকরছিল। ৩য় ব্যক্তি এসে বন্দুকবের করে দুজনকে গুলি করে দিল। .. বিহার ছাড়া কোথাও হতেই পারেনা... Scenario 7 : দুজন লোক মারপিটকরছিল।৩য় ব্যক্তি এসে কোনোকিছু না বুঝেই প্রথম লোকের সাথে মিলে ২য় লোককে ধরে পেটাতে লাগলো.. ঠিক ধরেছো (তামিলনাড়ু).. Last Scenario: দুজন লোক মারপিটকরছে। আশেপাশে প্রচুর লোক দেখছে.. কেউ কেউ আবার মোবাইলে ছবি তুলতে ব্যস্ত !!! একজন লোক এলো। চা -সিগারেটের একটা স্টল খুলে বসে পড়লো। হেঃ হেঃ আপনি নিঁখুত ধরেছেন। এটা কলকাতা........

No comments: