পাপ্পুর মোবাইল ফোনের দোকান আছে ......।।
পাপ্পুর খুব পেট খারাপ হয়েছে।
সে ডাক্তারের কাছে গেল।
সেখানে আরও অনেক রোগীর
ভিড় ছিল,
তাই পাপ্পু নিজের দোকানের অভিজ্ঞতা
কাজে লাগিয়ে এই ভাবে বললঃ
ডাক্তারবাবু ,
নেটওর্য়াকের অবস্থা খুব খারাপ,
মিসকলের উপর মিসকল আসছে,
আউটগোয়িং একাবারে ফ্রি
হয়ে গেছে,
নানা রকমের রিংটোন বাজছে,
পেটে একটুও ব্যালেন্স নেই,
যা ভরছি, সব শেষ হয়ে যাচ্ছে........।
No comments:
Post a Comment