Saturday, 16 April 2016

ভারতের সেনাবাহিনী র খুব উচ্চ পদে মুসলমান কাউকে রাখা হয় না। সেটা কি খুব অযৌক্তিক?

শুনেছি, ভারতের সেনাবাহিনী র খুব উচ্চ পদে মুসলমান কাউকে রাখা হয় না। সেটা কি খুব অযৌক্তিক?
ভারত বিভাগ প্রসংগে ডঃ আম্বেদকর বলেছেন, "ক্ষমতা হস্তান্তরের পর যদি কোন মুসলিম রাষ্ট্র ভারত আক্রমণ করে, তবে ভারতীয় সেনাবাহিনী র মুসলমান সৈন্য রা শত্রু পক্ষে যোগদান করবে।"
রাজা হরি সিংহের ক্ষেত্রেও এই ঘটনাই হয়েছিল।মহ আলী সদম্ভে ঘোষণা করেছিলেন--
"মুসল্মান কখনো মুসলমান এর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না। "
আফগানি দের কাশ্মীর আক্রমণ করতে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি বলেন,
"কাশ্মীর এর মুসলমান ভাই রা কাফের হরি সিং এর অধীন থাকতে পারেনা।"
Pan Islam এর মুখ্য প্রবর্তক মহম্মদ আলি আলি আরো বলেন "ভারত বহির্ভূত মুসলিম দেশের প্রতি আনুগত্য ও সহানুভূতি ইসলামের সার তত্ত্বের অংগ।"এই আনুগত্যের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন " আফগানিস্তান এর আমীর ভারত আক্রমন করলে মুসলমান শুধু তাকে সমর্থন করতেই দায়বদ্ধ নয়, হিন্দুরা বিরোধিতা করলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষনা হবে।"
(সংগৃহীত)

No comments: