DARIN-III আপগ্রেডের পর ভারতীয় বিমানবাহীনির "জাগুয়ার" স্ট্রাইক যুদ্ধবিমান।
--------------------------------------------------------------------------------
প্রায় ১২০টি জাগুয়ার আপগ্রেড হচ্ছে। ইতিমধ্যে ৩০ টি বিমানের আপগ্রেড সম্পন্ন করা হয়েছে। আপগ্রেডের ফলে জগুয়ার একগুচ্ছ নতুন জিনিস পাচ্ছে। যেমনঃ-
.
১- নতুন ও আরও শক্তিশালী “হানি ওয়েল” ইঞ্জিন।
২-ফ্লাই বাই ওয়ার সিস্টেম।
৩- সিড কেপেবিলিটি। (যার মাধ্যমে স্যাম সিস্টেমকে জ্যম করা হয়)
৪- অটো পাইলট সিস্টেম।
৫- নতুন গ্লাস ককপিট ।
৬- “হোটাস” সিস্টেম যার মাধ্যমে পাইলট কন্ট্রোল স্টিকে হাত নি দিয়েই বিমান ওড়াতে ও অন্য কাজ করেতে পারবে।
৭- হেলমেট মাউন্টেড ডিসপ্লে। যার মাধ্যমে পাইলট টার্গেটের দিকে দেখলে টার্গেট লক্ হয়ে যাবে।
৮- ইরডাস সিস্টেম। এটির মাধ্যমে শত্রুপক্ষের রেডার ও স্যাম সিস্টেম জ্যাম করা যায়।
৯- নতুন AESA রাডার সিস্টেম ।
১০- এছাড়া পেলোড, রেঞ্জ ও বৃদ্ধি পেয়েছে জাগুয়ারে।
.
☺জাগুয়ার বিমানবাহিনীতে ২০৩০ সাল অব্ধি থাকবে যা ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মাধিন আমকা(AMCA) দিয়ে রিপ্লেস করা হবে।
.

No comments:
Post a Comment